নেক আমল নষ্ট হয় যে কাজে

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ০৮:২১:১৯ পিএম

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

নেক আমল মানুষের জান্নাতে প্রবেশ করার প্রধানতম শর্ত। তবে শুধু নেক আমলই যথেষ্ট না। আল্লাহর রহমত না থাকলে শুধু আমলও কাজে আসবে না। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহকে সা. বলতে শুনেছি, তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না।
 


কোরআনে আল্লাহ বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের প্রতি অবিচার করেছ! আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। সন্দেহ নেই, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনিই ক্ষমাশীল, দয়ালু।’ (সুরা জুমার ৫৩)। হযরত আবু জর গিফারি রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেছেন, আল্লাহ তায়ালা মুমিনদের সম্বোধন করে বলেন, ‘হে আমার বান্দারা! তোমরা তো রাতদিন ভুল কর। আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব।’ (মুসলিম ২৫৭৭)।

অনেকে চিন্তা করে আমি নেক আমল না করে আল্লাহর রহমত কামনা করি, নেক আমল না করে ও গুনাহ না ছেড়ে তওবা না করে পরকালীন মুক্তির জন্য কেবল আল্লাহর রহমতের আশায় বসে থাকা বোকামি। আবার অনেক নেক আমল করে তা নিয়ে অহঙ্কার করা আরও বড় বোকামি।
 
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ সা. বলেছেন, ‘যার অন্তরে সরিষার দানা (সামান্যতম) পরিমাণও অহঙ্কার আছে, সে প্রথম পর্যায়েই জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে স্থায়ীভাবে প্রবেশ করবে না।’ (ইবনে মাজা ৫৯)
 
নেক আমল করতে হবে বেশি বেশি। কোনো ছোট গুনাহকে হালকা মনে না করা। কোনো ছোট আমলকেও না ছাড়া। কারণ মহান আল্লাহ কাকে কোন অসিলায় নাজাত দেবেন তা একমাত্র তিনি জানেন। আল্লাহ বোঝার ও আমল করার তাওফিক দান করুন।

নেক আমল নষ্ট হয় যে কাজে

আল্লাহর সঙ্গে শিরক করলে নেক আমল বরবাদ হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন, ‘এটা এ জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে। সুতরাং আল্লাহ তাদের কাজ নিষ্ফল করে দেবেন।’ (সুরা মুহাম্মদ ৯)

আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে ঈমান ও আমল নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি হয়েছে, তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত।’ (সুরা ঝুমার ৬৫)
 
দীনি কাজে বাধা দিলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। নেক কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু যখন কেউ আল্লাহর পরিবর্তে মানুষের প্রশংসা ও পুরস্কার কামনা করে, তখন তার নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর প্রতি অমূলক ধারণা বান্দার সব আমল নষ্ট করে ফেলতে পারে। আল্লাহ ও তার রসুলের সম্মান রক্ষা করা মুমিনের দায়িত্ব। কেউ তা নষ্ট করলে তার আমল নষ্ট হয়ে যাবে।
 
কারো প্রতি অনুগ্রহ করে খোঁটা দিলে আমল নিষ্ফল হয়। আল্লাহ গোপনে কাজ করা অপছন্দ করেন। তাই প্রকাশ্য পাপের মতো গোপন পাপও পরিহার করা উচিত। সুনানে ইবনে মাজাহ ৪২৪৫)।

 

 

আয়শা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:২০

▎সর্বশেষ

ad