ভিনিসিউসকে একাদশে না রাখার ব্যাখ্যা দিলেন কোচ

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৫:১৮:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যে রদ্রিগোকে একাদশে সুযোগ দেয়া আর ভিনিকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেয়ায় কিছুটা প্রশ্নের মুখে পড়েছেন রিয়ালের স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে তাই এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ভিনিসিউসকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত পুরোপুরি দলীয় স্বার্থেই নেওয়া হয়েছিল বলে জানান তিনি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শাবি ব্যাখ্যা দিতে গিয়ে জানান, এমন সিদ্ধান্ত নেওয়া হয় কেবল কৌশলগত প্রয়োজনের কারণে।


দুই ম্যাচে দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ভিয়ারিয়াল ও বার্সেলোনার পিছনে থেকে তৃতীয় স্থানে আছে রিয়াল। পাশাপাশি, লিগে এটি রিয়ালের দ্বিতীয় টানা ক্লিন শিট। তবে ভিনিসিয়ুসকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত কিছুটা প্রশ্ন উঠছেই, বিশেষ করে যখন শোনা যাচ্ছে তিনি নাকি ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

 
লিগে টানা দুই ম্যাচে জয় এনে দিয়েছেন শাবি। ছবি: রিয়াল মাদ্রিদ এক্স

এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে শাবি বলেন, ‘প্রত্যেকেই আলাদা এবং সম্মানের দাবীদার, সম্পর্কও ভিন্ন রকম। ফুটবলে সিদ্ধান্ত সবসময় দলকে ঘিরে নেওয়া হয়; বিষয়টি বুঝতে হবে, আর আজ সেটাই ঘটেছে। প্রতিটি ম্যাচে বদলির সিদ্ধান্ত নির্ভর করে আমাদের প্রয়োজন, কাজের চাপ এবং প্রতিপক্ষের ওপর। আমি আগামী মাস নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যে তারা নিজেদের জরুরি মনে করে, প্রস্তুত থাকে এবং পরের ম্যাচের জন্য তৈরি থাকে। দল হিসেবে স্থিতিশীল পারফরম্যান্স ধরে রাখা জরুরি। আজকের ম্যাচ দেখিয়েছে আমরা এগোচ্ছি। মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে খেলার পর যেমন উন্নতি করেছি, আজও সেরকম করেছি, এবং আমরা চাই এভাবে চলতে।’

লিগ, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ত সূচি থাকায় শাবির অধীনে দলের রোটেশন অব্যাহত থাকবে। সবার নজর থাকবে পরের লা লিগা ম্যাচে মায়োর্কার বিপক্ষে ভিনিসিউসকে আবার শুরুর একাদশে ফেরানো হয় কি না। এদিকে রদ্রিগো ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মতো তরুণরা আশা করছে নিজেদের পারফরম্যান্স দিয়ে আরও সুযোগ পাবেন।

 

 

আয়শা/২৫ আগস্ট ২০২৫/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad