‘নতুন অধ্যায়ের ঘোষণা, শহর চিনবে তার আসল নায়ককে’

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০৪:২৯:২০ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউডের সুপারস্টার শাকিব খান নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আসছেন নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।

আরও পড়ুন

চমক নিয়ে আসছেন তামান্না ভাটিয়া

গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে নির্মাতা আবু হায়াত মাহমুদ, শাকিব খানসহ সিনেমার কলাকুশলীরা একযোগে পোস্টারটি উন্মোচন করেন, যা দর্শকমহলে বেশ সাড়া পড়ে যায়।

প্রিন্স : ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। এটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আর চিত্রনাট্য করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে এ সিনেমাটি।

সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে কিং খান লিখেছেন, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে। পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক যুবক, যার দুই হাতেই উঁচু করে ধরা পিস্তল। চারপাশে লেখা আছে ঢাকার বিভিন্ন এলাকার নামবাড্ডা, উত্তরা, গাবতলী ও মোহাম্মাদপুর। নিচের দিকে বড় অক্ষরে লেখা রয়েছে ‘মেগাস্টার শাকিব খান  প্রিন্স  একদা একসময় ঢাকাতে। 

আরও পড়ুন

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

প্রিন্স’ সিনেমার পোস্টারটি প্রকাশের পরপরই শাকিবভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা কমেন্ট বক্সে লিখেছেনএ সিনেমা ঢালিউড ইতিহাসে মাইলফলক স্পর্শ করবে। আরেক নেটিজেন লিখেছেশাকিব মানেই চমক।

এদিকে সামাজিক মাধ্যম ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে পরিচালক আবু হায়াত মাহমুদ লিখেছেন, প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ ‘প্রিন্স: ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’। এক শহরের গল্প, যেখানে মেলে তার কিংবদন্তি।

 

 

আয়শা/২৩ আগস্ট ২০২৫/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad