আশুলিয়ায় ৩১ দফা লিফলেট বিতরণ 

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০১:৪৯:৪৭ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার হাকিম মার্কেট, কাঁঠালতলা বাজার ও চিত্রশাইল এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা।

ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণে শ্রমিকদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে রবিউল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই  সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

আয়শা/২৩ আগস্ট ২০২৫/দুপুর ১:৪৩
▎সর্বশেষ

ad