
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : নানা আয়োজনে সাভার ও আশুলিয়ায় পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার দিনভর বিভিন্নস্থানে এই দিবসটি উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহনের উদ্যোগে ডাসবিন স্থাপন, মশা নিধন ও পরিচচ্ছনতা অভিযানসহ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে, আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকায় দলটির থানা আহবায়ক কমিটির আহবায়ক অ্যাডভোকেট অধ্যক্ষ জিল্লুর রহমান, সদস্য সচিব আব্দুল হামিদ, যুগ্ম-আহবায়ক আবু হানিফ রানা ও সদস্য মোক্তার হোসেনের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়েছে।
ধামসোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণের সময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হোসেন ও মমতাজ উদ্দীন সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় বিভিন্ন ফলজ জাতের প্রায় ১০০টি বৃক্ষরোপণ করা হয়।
আয়শা/২০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৪