ফুলবাড়ীতে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫ পালিত॥

Ayesha Siddika | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ - ০৮:৫৩:৫৮ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫ উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা মৎস অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এবারের প্রতিবাদ্য বিষয় ছিল “অভয়ের শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। সকাল সাড়ে ১১ টায় উপজেলা হল রুমে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে সভায় সভাপত্বিত করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

শুরুতেই শুভেচ্ছ বক্তব্য রাখেন উপজেলা মৎস অফিসার ও সদস্য সচিব জাতীয় মৎস সপ্তাহ উপজেলা কমিটি মোছাঃ রাশেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পাদ বিভাগের ভেরিনারী সার্জেন ডা: সজীব হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবীউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম সোহেল আহম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচরী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর। পরিশেষে মৎস বিভাগ থেকে ৪ জন মৎস চাষী ও মৎসজীবিদের সম্মাননা ক্রেস প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad