নিউজ ডেক্সঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে দুদিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ১১ শিক্ষার্থী অসুস্থ হন।
এর আগে শনিবার বেলা ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছে। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। এখন পর্যন্ত ২০ জন অসুস্থ হয়েছে। আমাদের মেডিকেল টিম তাদের তাদের চিকিৎসা দিচ্ছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় পিপিডি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।