‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ - ০৮:২৮:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী (২০১০-২০১৪) নিকোলাই আজারভ। রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ আগস্ট জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করার আশা করছেন। পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও এ তারিখ ও স্থান নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতা ইউক্রেন সংকটের স্থায়ী সমাধানের পথ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ক্রেমলিন আশা করছে, আলাস্কা বৈঠকের পর দুই নেতা রাশিয়ার মাটিতেও বৈঠক করবেন।

তাসকে দেওয়া তথ্যমতে, ১২ আগস্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে জেলেনস্কির উপস্থিতির সম্ভাবনা নেই। প্রসঙ্গত, শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের আগে পুতিনকে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

 

 

আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ৮:২১

▎সর্বশেষ

ad