
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সায়েদ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ হেবিয়াস কর্পাস রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার। এর আগে ডা. ফারাহ দীনার দুই বাল্যবন্ধু ব্যারিস্টার শারমিন লায়লা তন্বী ও ডা. তোহফা-ই-আইয়ূব এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, সম্প্রতি ফারাহ দীনা বন্ধুদের জানান, তার মা-বাবা ও স্বামী তাকে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তির হুমকি দিচ্ছেন। ২০১৮ সালেও তাকে প্রায় চার মাস একটি মানসিক হাসপাতালে বন্দি রাখা হয়েছিল, যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি করেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ৯ আগস্ট থেকে ফারাহ দীনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কর্মস্থলেও তাকে পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে হেবিয়াস কর্পাস রিট দায়ের করা হয়।
ডা. ফারাহ দীনা নিখোঁজ হওয়ার আগে উত্তরায় মা-বাবার বাসায় ছিলেন।
আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ৮:০২