খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন।

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২৫ - ০৭:৫৮:৪৭ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে  খাগড়াছড়ি  টাউনহল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের  আয়োজনে  সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্টানে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা  ফরিদ মিঞা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বেলুন উড়িয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন। বৃক্ষমেলা উদ্বোধন শেষে  জেলা প্রশাসক ২৬টি স্টল পরিদর্শন করেন।
এসময় ,খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)নাজমুন আরা সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা,খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা  এস.এম মোশাররফ হোসাইন, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো.আতাউল রহমান দিপু,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল  সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান, রেঞ্জ কর্মকর্তা, শিক্ষার্থী,সাংবাদিক, এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। 

সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় সদর উপজেলার বিভিন্ন নার্সারি ও কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ অধিদফতর,  সহ ২৬টি স্টল রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সমাজের সকল শ্রেণি মানুষের সচেতনতায় এবং সহযোগিতা প্রয়োজন তাহলে আমাদের বৃক্ষ সংরক্ষণ করতে সক্ষম হব। আমরা প্রতিবছর যে পরিকল্পনা নিয়ে বৃক্ষ রোপণ করি সেটিতেও আমরা সফল হব। আশা করছি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ মাধ্যমে আমাদের যারা নতুন প্রজন্ম আছে বৃক্ষ রোপণ একটি তাদের মধ্যে সচেতনতা তৈরি এবং তারা এটি ভালোবাসাতে শিখবে।

আয়শা/১১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৫০
▎সর্বশেষ

ad