কফি খেতে চড়তে হবে ২০০ মিটার উঁচু পাহাড়ের গায়ে!

Anima Rakhi | আপডেট: ০৯ আগস্ট ২০২৫ - ০৩:৪৩:০৫ পিএম

ডেস্ক নিউজ : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে পর্যটকদের ভিড় জমেছে “ক্লিফ ক্যাফে” নামের এক অনন্য স্থানে। কারণ এখানে ২০০ মিটার উঁচু খাড়া পাহাড়ের কিনারায় কাঠের প্ল্যাটফর্মে বসে কফি পান করা যায়। 

২০১৯ সালে চালু হওয়া এই ক্যাফে সংস্কারের পর এ বছর জুনে আবার খুলে দেওয়া হয়েছে। তবে এখানে কফি খাওয়ার অভিজ্ঞতা পেতে খরচ হবে ৩৯৮ ইউয়ান (প্রায় ৫৬ মার্কিন ডলার)। এই টাকার মধ্যে কফির দাম ছাড়াও গাইড, বীমা ও নিরাপত্তা সরঞ্জামের খরচ অন্তর্ভুক্ত।

এই ক্যাফেতে পৌঁছাতে হলে প্রথমে ১.৫ কিলোমিটার জঙ্গল পথ হেঁটে যেতে হয়। এরপর প্রায় ৭০ তলা সমান খাড়া সিঁড়ি বেয়ে নামতে হয় এবং শেষে দড়ির মতো ঝুলন্ত সেতু পেরিয়ে পৌঁছাতে হয় মূল জায়গায়। সাহসী ও সুস্থ-সবল পর্যটকদের জন্য এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে বর্ণনা করেছেন। কেউ বলছেন, “এটা শুধু কফি নয়, ভয় জয়ের একটি পরীক্ষা।”

গুইঝৌ শুধু ক্লিফ ক্যাফের জন্য নয় বরং তার বৈচিত্র্যময় কফি সংস্কৃতির জন্যও পরিচিতি পাচ্ছে। প্রদেশটির রাজধানী গুয়িয়াংয়ে রয়েছে তিন হাজারের বেশি ক্যাফে। 
এখানকার ক্যাফেগুলো কেবল কফি বিক্রি করে না বরং হাইকিং, হস্তশিল্প আর কফি চাষের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে পর্যটকদের আকর্ষণ করে। ফলে গুইঝৌ ধীরে ধীরে চীনের অন্যতম জনপ্রিয় কফি পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে।

তথ্যসূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট।

কু্ইকটিভি/অনিমা/০৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:৪২

▎সর্বশেষ

ad