ফ্রি এজেন্ট হিসেবে সৌদি ক্লাবে যাচ্ছেন ইনিগো মার্টিনেজ!

Ayesha Siddika | আপডেট: ০৮ আগস্ট ২০২৫ - ০৩:১৯:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে আপাতত তার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ইনিগো মার্টিনেজ। ফ্রি এজেন্ট হিসেবেই তাকে পাচ্ছে আল নাসর। এদিকে বার্সেলোনায় তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে এ মুহূর্তে বার্সা সেটিকে সহজ করে তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে চায়। 

সংবাদমাধ্যমের সূত বলছে, এর আগে গত গ্রীষ্মে সৌদি প্রো লিগ থেকে ইনিগো মার্টিনেজকে আকর্ষণীয় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই সময় বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর কথায় বার্সা ছাড়েননি ইনিগো। 
 
সামাজিক যোগাযোগমাধ্যমে রোমানো জানিয়েছেন, আল নাসরে ইনিগোর চুক্তি হতে পারে ২০২৬ সাল পর্যন্ত। এর সঙ্গে সুযোগ থাকবে এক বছর মেয়াদ বাড়িয়ে নেওয়ার। হান্সি ফ্লিকের শুরুর একাদশে প্রায় নিয়মিতই ছিলেন ইনিগো মার্টিনেজ। তবে সেন্টারব্যাক পজিশনে তার বিকল্প হিসেবে রয়েছেন আরাউহো, এরিক গার্সিয়া ও আন্দ্রেস ক্রিস্টেনসেনের মতো ফুটবলার। যদিও ইনজুরির কারণে গত মৌসুমে ছিলেন না ক্রিস্টেনসেন। 
 
২০২৩ সালের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে অ্যাথলেটিক ক্লাব থেকে বার্সেলোনায় যোগ দেন ইনিগো মার্টিনেজ। তবে প্রথম মৌসুম তিনি কাটিয়েছেন ইনজুরিতে। সবশেষ মৌসুমে খেলেছেন ৪৬ ম্যাচ।

 

 

আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad