আশুলিয়ায় সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবীতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৭:৫৪:০৯ পিএম
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : নানা দুর্ণীতি-অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের অপসারণের দাবীতে মাথায় সাদা কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কলম বিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও সাব-রেজিষ্ট্রার এখনো অপসারণ হয়নি বলে অভিযোগ করেন তারা। 
বৃহস্পতিবার দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিষ্ট্রারের দুর্ণীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। কলম বিরতি রয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। বিভিন্ন দপ্তরে স্মারক লিপিও প্রদান করা হয়েছে। কিন্তু তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। শিগগিরই যেন তার অপসারণ হয় এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা। 
আশুলিয়া সাব-রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, যুগ্ম-আহবায়ক মো: ইমাম হোসেন, আহবায়ক সদস্য মো: আনোয়ার হোসেন জসিম, সাবেক সহ-সভাপতি মো: মোতালেব হোসেন, সাবেক কার্যকরী সদস্য মো: দিলবর হোসেন ও মোল্লা মো: হযরত আলী সহ আরও অনেকে।
জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল  এবিষয়ে অস্বীকার করে বলেন, আমি কারও কথায় পদত্যাগ করবো না।

 

আয়শা/৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad