আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত মামুন বিপ্লবের স্বরণে চত্বর উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৬:৩১:৫০ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবকে স্বরণীয় করে রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজস্ব অর্থায়নে শহীদ “মামুন বিপ্লব” নামের একটি চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে। 
রোববার বিকালে বাইপাইল স্ট্যান্ডে এই চত্বরের উদ্বোধন করেন তিনি। এসময় নিহতের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দীন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, থানা বিএনপির নেতা নাজির উদ্দীন, কৃষক দলের নেতা আবুল হুসাইন মুন্সী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা মহিলা দল নেত্রী   রিপা রহমান নয়ন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য জাকির পাঠান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ও রকি সহ অন্যান্য নেতাকর্মীরা। সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ঢাকা জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান দেওয়ান।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad