এক ম্যাচ না খেলায় যে ক্ষতি হলো মোস্তাফিজের

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৯:২৫:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন কাটার মাস্টার। তাতে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন মোস্তাফিজ।

এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয় এই বাঁহাতি পেসারকে। বিশ্রামে গিয়েই পিছিয়ে যান এই তারকা পেসার। পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ না খেলায় আবারো দশের বাইরে চলে গেছেন তিনি। ৩ ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন ১২ নম্বরে অবস্থান করছেন এই পেসার। 

অবনতি হয়েছে শেখ মেহেদীরও। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন এই ডানহাতি অফ স্পিনার। এক ধাপ করে পিছিয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তারা অবস্থান এখন যথাক্রমে ২৮ ও ৩৮ নম্বরে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। কারণ অবনতি হয়েছে তানজিদ তামিমের। শেষ টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ায় ৫ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার।

 

 

আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৯:২২

▎সর্বশেষ

ad