ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু, বহু নিখোঁজ

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ১১:১২:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার প্রায় ১০০ জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।

রোববার (২৭ জুলাই) নাইজেরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা ইউসুফ লেমু জানান, এখন পর্যন্ত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইসিয়াকু আকিলু বলেন, নৌকার চালক—যিনি বেঁচে গেছেন—তিনি নিজেও সুনির্দিষ্ট করে বলতে পারেননি নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাইকে দায়ী করা হচ্ছে।

নৌচালক ইউনিয়নের সদস্য আদামু আহমদও অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি বড় কাঠের নৌকা ছিল এবং নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে।

প্রসঙ্গত, নাইজার প্রদেশে নাইজেরিয়ার তিনটি বড় জলবিদ্যুৎ বাঁধ (হাইড্রোইলেকট্রিক ড্যাম) রয়েছে এবং এ অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছর একই এলাকায় একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নারী ও শিশুবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছিল।

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১১:১২

▎সর্বশেষ

ad