মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে আশুলিয়ার দূর্গাপুর মন্ডলপাড়া এলাকার প্রফেসর শহীদুল্লাহ স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় ১০০ অসহায়-দুস্থদের মাঝে ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয় এবং সেই সাথে প্রায় ২০০ ফলজ সহ বিভিন্ন জাতের বৃক্ষ উপহার দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর শহীদুল্লাহ, সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল রশিদ পলান, ডা: মেহেদী হাসান আজাদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল আবির, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব রাসেল, প্রচার সম্পাদক ফারুক হোসেন, সহ দপ্তর সম্পাদক সৌরভ মন্ডল, স্বাথ্য বিষয়ক সম্পাদক ডা: মাসুদ রানা ও সদস্য ডা: তুষার সহ আরও অনেকে।
আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২১