নিজের সিনেমা দেখেন না কাজল, কারণ কী?

RAZ CHT | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৪:২৫:১৪ পিএম

অনলাইন নিউজ:

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কাজল, যার ঝুলিতে একের পর এক সুপারহিট ছবি। তিন দশকেরও দীর্ঘ ক্যারিয়ার অভিনেত্রীর। তাকে পর্দায় দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। তবে মজার বিষয় হলো, নিজের অভিনীত সিনেমা দেখতে মোটেও ভালো লাগে না কাজলের!

কাজলের কথায়, ‘আমি আমার সিনেমা দেখি না, একদমই না। সম্প্রতি তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি সুযোগ থাকে, কোন সিনেমাটি তিনি আবার বড় পর্দায় দেখতে চাইবেন? কাজল সরাসরি জানিয়ে দিয়েছেন— “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে তো আগেই আবার রিলিজ হয়েছে। এবার চাই, ‘কুছ কুছ হোতা হ্যায়’ আর ‘প্যায়ার তো হোনা হি থা’ নতুন করে হলে আসুক!” কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল ভৌতিক ড্রামা ‘মা’-তে। সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। এবার তাকে দেখা যাবে নতুন সিনেমা ‘সারজামিন’। এতে তিনি কাজলের সঙ্গে থাকছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং সাইফপুত্র ইব্রাহিম আলি খান। চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। এতে একাধিক স্তর আছে, আবেগ আছে। ইব্রাহিমকে এমন একটি জটিল চরিত্রে দেখে আমি খুব খুশি। শুধু সিনেমা নয়, পর্দার বাইরেও এবার কাজল ধরা দেবেন এক নতুন রূপে। খুব শিগগিরই আসছে তাঁর টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’, যেখানে তিনি টুইঙ্কল খান্নার সঙ্গে যৌথভাবে হোস্টিং করবেন।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৩ জুলাই ২০২৫/বিকাল:৪.২০

▎সর্বশেষ

ad