
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফর শেষ হতে না হতেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। লিটনরা সেই সফর শেষ করে দেশে ফেরার আগেই যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল।
এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকার বিপক্ষে সিরিজজয়ী স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।
অন্যদিকে, পাকিস্তান কয়েকজন পরিচিত মুখকে ছাড়াই বাংলাদেশ সফর করছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের বাদ দিয়ে গড়া পাকিস্তান দলকে নেতৃত্বে দেবেন সালমান আলী আগা।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।
আয়শা//১৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪০