ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন চেলসির খেলোয়াড়রা

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২৫ - ১১:৩১:৩৪ এএম

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর এবার আরেকটি বড় পুরস্কার পাচ্ছেন চ্যাম্পিয়ন চেলসির ফুটবলাররা। ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড করে বোনাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭২ লাখ টাকা।

নতুন ফরম্যাটে আয়োজিত ৩২ দলের বিশাল এই টুর্নামেন্টটি এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সেখানেই রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলোকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংলিশ ক্লাব চেলসি। ফাইনালে শক্তিশালী পিএসজিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের মুকুট পরেছে ব্লুজরা।

টুর্নামেন্ট জয়ের পর চেলসি ক্লাব মোট ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা। এই প্রাইজ মানি ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আয়কেও ছাড়িয়ে গেছে।

এই বিশাল আয় থেকেই খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ বোনাস। স্কোয়াডে থাকা ২৯ জন ফুটবলারের পাশাপাশি কোচ এঞ্জো মারেস্কাও সমপরিমাণ বোনাস পাবেন। চেলসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বোনাস শুধুমাত্র দলের সাফল্যের স্বীকৃতি নয়, ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণাও বটে।

এর আগে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পরও খেলোয়াড়দের বোনাস এবং বেতনের বাড়তি সুবিধা দিয়েছিল ক্লাবটি। এবার ক্লাব বিশ্বকাপের ইতিহাস গড়ে আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করলো তারা।

কিউটিভি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/সকাল ১১:৩১

▎সর্বশেষ

ad