ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ০৫ জুলাই ২০২৫ - ০৬:৩৯:০৭ পিএম

ডেস্ক নিউজ : সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হলে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেও তারল্যের বিষয় আছে। তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংকগুলো কোথা থেকে টাকা পাবে?

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলো পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের উদাহরণ উল্লেখযোগ্য, যেখানে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে। এছাড়া ব্যাংকগুলোর জন্য ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো— গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করা। সরকারের অঙ্গীকার, কেউ যেন টাকা হারিয়ে না বসে।

তিনি জানান, ব্যাংকিং খাতে যেসব অনিয়ম হয়েছে, তা একদিনে হয়নি। অনেকেই টাকা নিয়ে চলে গেছে। পৃথিবীর কোনো দেশেই এমন ভয়াবহ অবস্থা খুব বেশি দেখা যায় না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চলমান অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে আলোচনা চলছে।

প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভা ও পরবর্তী ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা//০৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad