খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সাংবাদিক শাহরিয়ার ইউনুস।

Ayesha Siddika | আপডেট: ২৪ জুন ২০২৫ - ১১:৪০:২২ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলার পরিচিত মুখ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শাহরিয়ার ইউনুস। সম্প্রতি ঘোষিত এই কমিটিতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
কমিটির অন্যরা হচ্ছেন, আহবায়ক খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম,  সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা, সদস্য হিসবে জৌতিষ বসু ত্রিপুরা, মাদল বড়ুয়া, আনিসুল আল চৌধুরী, রুপায়ন ত্রিপুরা, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ রাকিব মনি ইফতি। 

শাহরিয়ার ইউনুস দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির সাংবাদিকতার অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি ক্রীড়া অঙ্গনের সাথেও রয়েছে তাঁর গভীর সম্পৃক্ততা। বিভিন্ন ক্রীড়া আয়োজনে তাঁর সরব উপস্থিতি ও সহযোগিতা ইতোমধ্যে জেলার ক্রীড়ামোদীদের দৃষ্টি কেড়েছে। ছাড়াও তিনি  খাগড়াছড়ি পৌরসভার টিলসিসি কমিটির বিশেষ সদস্য হিসেবে যুক্ত হন।

নতুন এই দায়িত্বে শাহরিয়ার ইউনুস বলেন, “ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমাকে এই দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে জেলার ক্রীড়া উন্নয়ন নতুন মাত্রা পাবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।

 

 

কিউটিভি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ১১:৩৮

▎সর্বশেষ

ad