নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

Ayesha Siddika | আপডেট: ২৪ জুন ২০২৫ - ১১:২৩:৫৪ পিএম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে মান্দা উপজেলা ফুটবল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ফুটবলের জনপ্রিয়তাকে তৃণমূল ছড়িয়ে দিতে নওগাঁয় জেলার ১১উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ছিল জেলা ক্রীড়া সংস্থা।

 

 

কিউটিভি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ১১:২০

▎সর্বশেষ

ad