ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নবীজির বিদায়ী হজের ভাষণ

Ayesha Siddika | আপডেট: ০৩ জুন ২০২৫ - ০৫:৫৪:২৮ পিএম

ডেস্ক নিউজ : এ ছিল তার শেষ হজ, যা বিদায় হজ নামে পরিচিত। এই ভাষণে তিনি বিশ্ববাসীর জন্য রেখে গেছেন শান্তি, সাম্য ও মানবিকতার শিক্ষা। চলুন, সেই ঐতিহাসিক ভাষণটির প্রতি ফিরে দেখি।জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে গমন করে নবীজি (সা.) এক বিস্তারিত ও অলংকারপূর্ণ ভাষণ প্রদান করেন, ছিল হিতোপদেশ ও বিধিবিধান সম্বলিত মহান আল্লাহ্ তাআলার সর্বশেষ নবীর সর্বশেষ পয়গাম।

বিশেষ করে এর নিম্ন-বর্ণিত বাণী সমূহ প্রতিটি মুসলমানকে তার হৃদয়-পটে অঙ্কিত করে রাখা উচিত। নবীজি বললেন, হে লোকসকল ! তোমরা আমার কথা শ্রবণ কর, যাতে আমি তোমাদের জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় বলে দিতে পারি। আগামী বছর পুনরায় তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কি-না তা আমার জানা নাই।

অত:পর বললেন, তোমাদের নিকট কেয়ামতের দিন পর্যন্ত প্রত্যেক মুসলমানের জানমাল, ইজ্জত-সম্মান ঠিক তেমনিভাবে সম্মানিত যেমনিভাবে আজকের (আরাফার) এই দিন, এই (জিলহজ) মাস এবং এই (মক্কা) নগরী তোমাদের কাছে সম্মানিত। এইজন্য কারো কাছে কারো কোনো আমানত থাকলে তা অবশ্যই আদায় করে দিবে।

অতঃপর বললেন, হে লোকসকল ! তোমাদের উপর তোমাদের স্ত্রীগণের কিছু অধিকার আছে। তাদের উপরও তোমাদের কিছু অধিকার আছে। তোমরা সকলেই পরস্পর ভাই ভাই। কারো জন্য তার ভাইয়ের মাল তার অনুমোদন ছাড়া হালাল হবে না। আমার পরে তোমরা কাফের হয়ে যেয়ো না। এবং একে অন্যকে হত্যা করিও না। 

আমি তোমাদের জন্য আমার পরে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। যদি তোমরা এর নির্দেশাবলি  শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে কখনও তোমরা পথভ্রষ্ট হবে না। অতঃপর বললেন, হে লোকসকল ! তোমাদের পালনকর্তা এক, তোমাদের পিতা এক, তোমরা সকলে এক আদমের সন্তান এবং আদম মাটি হতে সৃষ্ট।
তোমাদের মধ্যে সে-ই সর্বাপেক্ষা অধিক সম্মানিত, যে সর্বাপেক্ষা শতাধিক খোদা-ভীরু। কোন আরব কোন অনারবের উপর খোদা-ভীরুতা ব্যতীত শতাধিক মর্যাদাবান ও সম্মানী হতে পারে না। মনে রেখো, আমি আল্লাহর বাণী তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। 
হে আল্লাহ ! তুমি সাক্ষী আছো যে, আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি। উপস্থিত লোকদের উচিত, তা যেন অনুপস্থিতদের নিকট আমার এই সমস্ত বাণী পৌঁছে দেয়।

শিক্ষার্থী : জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ, ঢাকা

 

 

কিউটিভি/আয়শা/০৩ জুন ২০২৫,  /বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad