
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বগাবাড়ি পশুর হাটের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় হাটটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরা হাউজিং এলাকায় এই পশুর হাটের উদ্বোধন করা হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাটটির উদ্বোধন করেন।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান দেওয়ান, তাতীদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন ও জয়নাল আবেদীন, মাহে আলম, ওসমান গণি, জাকির পাঠান, আব্দুল লতিফ, ইব্রাহিম খলিল, নুরুল আমিন, জাহিদুল ইসলাম এবং হাটের ইজারাদার জাকারিয়া শিপলু সহ আরও অনেকে।
কিউটিভি/আয়শা/০২ জুন ২০২৫, /বিকাল ৪:২২