১৭ বছর পর শাহাদাৎ বার্ষিকী পালন করতে পেরে বিএনপি উচ্ছ্বসিত- সালাউদ্দিন বাবু 

Ayesha Siddika | আপডেট: ৩০ মে ২০২৫ - ০৫:০৫:১০ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ১৭ বছর দেশের কোনো গণতন্ত্র ছিল না এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করতে পেরে বিএনপি উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শুক্রবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় ইয়ারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। আর এর মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করলে দেশের গণতন্ত্রে স্থিরতা ফিরে আসবে। 
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেন এর সভাপতিত্বে ও যুবদল নেতা মো:জাহিদ হাসান বিকাশের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো: দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান।
 এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য মো: নাজির উদ্দীন, বিএনপি নেতা মো: আলী হোসেন, থানা ছাত্রদল নেতা হুমায়ুন কবির, রিপন শিকদার, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম ও ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: জাহিদ পালোয়ান সহ আরও অনেকে।

 

কিউটিভি/আয়শা/৩০ মে ২০২৫, /বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad