ভুটান লিগের এক ম্যাচেই সাবিনা, মনিকা, সুমাইয়া ও রিতুপর্নার ২৫ গোল

Ayesha Siddika | আপডেট: ১৫ মে ২০২৫ - ১১:১৩:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৫ মে) ২৮-০ গোলের বিশাল ব্যবধানে জয়ের ম্যাচে সাবিনা খাতুন, মনিকা চাকমা, মাতসুশিমা ও রিতুপর্না চাকমারাই করেছেন ২৫ গোল। এর মধ্যে সবচেয়ে বেশি ৯ গোল করেছেন সাবিনা। ৭ গোল করেছেন মনিকা। সুমাইয়া ৫ আর রিতুপর্না করেছেন ৪ গোল।

এদিন গোলের দেখা পেতে অবশ্য অষ্টম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পারোকে। নবম মিনিটে ডেডলক ভাঙেন সাবিনা। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মনিকা। ৩২তম মিনিটের মধ্যে ব্যক্তিগত হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। ৩৮তম মিনিটে নিজের প্রথম গোল করে সাবিনা-মনিকার সঙ্গে যোগ দেন সুমাইয়া। পরের মিনিটে হ্যাটট্রিকের দেখা পান মনিকা। ১০-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পারো।

৫৪তম মিনিটে ব্যক্তিগত প্রথম গোলের দেখা পান রিতুপর্না। পরবর্তী ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন তিনিও। শেষ পর্যন্ত ২৮-০ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে সাবিনা-রিতুপর্নারা।

 

 

কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ১১:১২

▎সর্বশেষ

ad