
স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলত্তি বিশ্ব ফুটবল তো বটেই, ইতিহাসেরও অন্যতম সেরা কোচ। সেই আনচেলত্তিকে কোচ করে আনতে ব্রাজিল কম চেষ্টা করেনি। সেই ২০২২ সাল থেকে তার পেছনে ঘুরে ঘুরে অবশেষে ২০২৫ সালে দলটা কোচ হিসেবে পেল ইতালিয়ান এই কোচকে। আগামী ২৬ মে সেলেসাওদের দায়িত্ব কাঁধে তুলে নেবেন আনচেলত্তি।
ফিন্যান্স ফুটবল নামের একটি ম্যাগাজিনের ভাষ্য, স্কালোনি বছরে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন থেকে পান মোটে ২.৬ মিলিয়ন ইউরো। সে হিসেবে আনচেলত্তি তার ৪ গুণ বেশি অর্থ আয় করবেন ব্রাজিলে থাকার সময়ে।
এখানেই শেষ নয়। বেতন-বোনাসের বাইরেও উপরি পাওনা আছে আনচেলত্তির জন্য। রিও ডি জেনিরোয় আনচেলত্তি থাকবেন যে অ্যাপার্টমেন্টে, সেটা হবে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট। তার পুরো অর্থ বহন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
‘আমাকে এসবে জড়াবেন না’, কেন বললেন নেইমার?
আনচেলত্তি ব্রাজিল দলের কোচ হিসেবে প্রথম প্রকাশ্যে আসবেন আগামী ২৬ মে। সেদিন ব্রাজিলে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এরপর তিনি পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলও ঘোষণা করবেন।
কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৫, /রাত ৯:০০