
আশুলিয়া ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডলকে হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বাদ আসর আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় এই মানববন্ধন করেন তারা।


পরে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শান্ত, গরুর ডা: জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডল সহ অজ্ঞাত আরও ৬-৭ জন সন্ত্রাসীরা মিলে তাকে কুপিয়ে হত্যা করে। ওইদিন আনুমানিক দুপুর ১২ টার দিকে আলা উদ্দীন আলোকে পুলিশ গ্রেফতার করেন।
বাকিদের অতি দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান এলাকাবাসী। সেই সাথে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
কিউটিভি/আয়শা/০৮ মে ২০২৫, /রাত :৮০৬