
স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার ভারতের সামনে পরবর্তী টেস্ট অধিনায়ক খোঁজার চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। রোহিতের বিদায়ের পর শুবমান গিল ও জসপ্রিত বুমরাহদের সামনে খুলে গেছে অধিনায়ক হওয়ার সম্ভাবনার দুয়ার।
পেসার বুমরাহ পার্থে ভারতের একমাত্র জয় এনে দেওয়া ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্ব প্রশংসিত হলেও একজন ফাস্ট বোলারের ইনজুরি নিয়ে সব সময় চিন্তা থাকে। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, ইংল্যান্ড সফরের জন্য বুমরাহকে অধিনায়ক করা যেতে পারে এবং শুবমান গিল হতে পারেন সহ-অধিনায়ক।
তিনি বলেন, ‘হয়তো শুধু ইংল্যান্ড সিরিজের জন্য বুমরাহকে অধিনায়ক করাই ভালো হবে। এরপর দেখা যেতে পারে তার ফিটনেস কী অবস্থায় আছে।’‘আমি জানি একজন ফাস্ট বোলারের জন্য এটা সহজ না। তার ইনজুরির ইতিহাস আছে। অস্ট্রেলিয়া সিরিজের পর সে বিশ্রামে ছিল। এই আইপিএলে আবার খেলায় ফিরেছে। তবুও আমি বুমরাহকেই বেছে নেব।’‘প্রত্যেক ভারতীয়ই চায় বুমরাহ সব টেস্ট খেলুক। কিন্তু তার শরীর যদি সেটা না পারে, তখন সহ-অধিনায়কই দায়িত্ব নেবে।’
তবে বুমরাহর ইনজুরি ও বোলিংয়ের চাপ বিবেচনায় শুবমান গিল এগিয়ে থাকতে পারেন। আইপিএলে গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে টেবিলের শীর্ষে দলকে নিয়ে যাওয়ায় তার নেতৃত্বগুণ এখন আলোচনায়। ২৫ বছর বয়সী গিল ইতোমধ্যেই ভারতের সীমিত ওভারের ক্রিকেটে সহ-অধিনায়ক হয়েছেন। ভবিষ্যতের জন্য তাকে দীর্ঘমেয়াদি নেতৃত্বের যোগ্য হিসেবেই ভাবা হচ্ছে। গুজরাট টাইটানসের সহকারী কোচ পার্থিব প্যাটেল বলেন, ‘ড্রেসিং রুমে তার উপস্থিতি টের পাওয়া যায়। এটাই একজন নেতার চিহ্ন। মাঠে সে খুবই সক্রিয়। তার গেম সেন্স দারুণ।’
কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /বিকাল ৫:২২