ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আশুলিয়ায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের র‍্যালী ও সমাবেশ

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৫ - ০৬:২০:১৬ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে র‍্যালী ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দসহ পোশাক শ্রমিকরা। আজ সকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকা থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বগাবাড়ী এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: তুহিন চৌধুরী বলেন, আজ মহান মে দিবসে আমাদের দাবি মালিক-শ্রমিকের মধ্যে যে বৈষম্য আর সেই বৈষম্য থেকে শ্রমিকদের মুক্ত করতে চাই। এমন অবস্থায় অবিলম্বে শ্রমিকদের সকল দাবী মেনে না নিলে অচিরেই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন হাওলাদার বলেন, আজ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন।
তাই মহনা মে দিবস পালন করা হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
ফেডারেশনটির অন্যান্য নেতৃবৃন্দ সহ শ্রমিকরা এতে অংশগ্রহণ করেন।

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৯

▎সর্বশেষ

ad