
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় ৩৭ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে ৭ সেপ্টেম্বর গভীর রাতে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্যরাতে ১৪-১৫ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
ডাকাত দল বাড়ির মূল দরজা খুলে ভিতরে প্রবেশের পর প্রথমে বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরের বিভিন্ন রুমে ঢুকে আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল লুট করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করলে রায়পুরা থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে বিশেষ অভিযানে ২৯ মার্চ দুপুরে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন দুই আসামি— মানিক মিয়া (৪২) ও হুমায়ুন কবির (৪৫)—কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে বলে জানায় পুলিশ।
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৫,/রাত ৮:৫০