আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতারি বিতরণ 

Ayesha Siddika | আপডেট: ২৪ মার্চ ২০২৫ - ০৮:১৩:১৩ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আশুলিয়ায় অসহায় ও পথচারী সহ পোশাক শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। 
সোমবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আলাউদ্দিন মোড়ে এই ইফতারি বিতরণ করেন তারা। এসময় ২০০ মানুষের মাঝে ইফতার হিসেবে খাবার বিতরণ করা হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবুল হোসাইন মুন্সীর উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করেন, ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন। 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো: সানোয়ার হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।আয়োজিত কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন, সাবেক ছাত্রদল নেতা মো: ইমরান হোসাইন, রনি ও মেহেদী। 

ছাত্রদল নেতা আবুল হোসাইন মুন্সী বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়।নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের দোয়া ও প্রার্থনা কামনা করেন তিনি।

 

কিউটিভি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad