ব্রেকিং নিউজ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কোন সময় চা খাওয়া বিপজ্জনক?

Ayesha Siddika | আপডেট: ২০ মার্চ ২০২৫ - ০৭:০৩:১২ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেরই ঘন ঘন চা খাওয়ার নেশা আছে। অনেকেই সকালে খালি পেটে চা খেতে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, খালি পেটে দীর্ঘদিন চা পান করলে নাকি ক্যানসার হতে পারে। সত্যিই কি তাই? এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন, তা জেনে নেওয়া যাক।

ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জে কে মিত্র জানিয়েছেন, খালি পেটে চা খেলে ক্যানসার হয়— এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ধরনের অভ্যাসে ক্যানসার না হলেও শরীরের অন্যান্য স্বাস্থ্য-সমস্যা তৈরি হতে পারে। কারণ চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল, যা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই সঠিক উপায়ে না পান করলে অপকারও হতে পারে। তবে ক্যানসারের গুজব বাদ দেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, খালি পেটে চা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেট জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে। সাধারণত চায়ে ক্যাফেইন থাকে, যা পেটে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে তোলে। খালি পেটে চা পান করলে তা পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে এবং ক্ষুধা হ্রাস করতে পারে, এতে পুষ্টির ঘাটতি হয়।

ডা. মিত্রের মতে, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে চা খেলে উপকার পাওয়া যায়। চা পানের সেরা সময় সকালের খাবারের পর। এর ফলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় না এবং হজমশক্তিও ভালো থাকে। দিনে ২-৩ কাপ চা যথেষ্ট। অতিরিক্ত চা পান করলে ক্যাফেইনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

আর গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এবং খালি পেটে পান করা যেতে পারে। তবে এর সঙ্গেও হালকা খাবার খাওয়া ভালো। চা পানের সঙ্গে ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। ক্যানসারের অনেক কারণ থাকতে পারে, যেমন জেনেটিক কারণ, ধূমপান, অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাবার ও দূষণ । তাই খালি পেটে চা পান করাকে ক্যানসারের কারণ মনে করা ভুল।

 

 

কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad