
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বিএনপি নেতা মো: আমিনুর রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।

প্রতিবাদ সভায় তারা বলেন, কুরগাঁও কারিগরি সোসাইটিতে রাসেল নামের এক ইন্টারনেট ব্যাবসায়ী তিনি দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছেন। এরই ধারাবাহিকতা অনুযায়ী রাসেলর সাথে ও জামানের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন আগে তাদের মধ্যে এই ব্যবসা নিয়ে কথা-কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে ধাক্কা-ধাক্কি থামিয়ে দেয়।
এই সুযোগে জামান ও তার লোকজন এলাকায় ঢুকে বাসাবাড়িতে রাসেলের সংযোগকৃত ইন্টারনেটের লাইন বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়। ইউনিয়ন বিএনপির নেতা আমিনুর এ ঘটনায় নাকি উস্কানি দিয়েছে বলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে জামান ও তার লোকজন।
অথচ, আমিনুর এ সম্পর্কে কিছুই জানে না। সে একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৪