
বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রীতি জিন্টা সম্প্রতি রাজনীতি, তার আসন্ন কাজ এবং তার আইপিএল দল পাঞ্জাব কিংস-সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রীতি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন। প্রীতির কথা প্রসঙ্গে উঠে আসে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, এআই (AI) এবং সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য নানা বিষয়ও।
প্রীতি আচমকাই লেখেন, ‘আজকের দিনটি একটি #Pzchat জন্য নিখুঁত দিন বলে মনে হচ্ছে! আড্ডা দেওয়ার জন্য আমার কাছে এক ঘন্টা সময় আছে।’ সেখানেই এক ব্যক্তিকে প্রীতির কাছে প্রশ্ন রাখন, ‘রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা কবে করছেন?’
জবাবে প্রীতি বলেন, ‘আমি মনে করি না কাউকে এভাবে হেয় করা ঠিক হবে, কারণ সে অন্য কারও কৃতকর্মের জন্য দায়ী নয়। আমি প্রক্সি যুদ্ধের মাধ্যমে নয়, সরাসরি সমস্যা সমাধান করায় বিশ্বাস করি। রাহুল গান্ধীর সঙ্গে আমারও কোনও সমস্যা নেই, তাই তাঁকে শান্তিতে থাকতে দিন এবং আমিও শান্তিতে থাকব (হাসি মুখের ইমোজি)।’
কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪