স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:৩২:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান মারা গেছেন। হ্যাকম্যানের সঙ্গে তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। খবর এবিসি নিউজের। 

দুই বারের অস্কারজয়ী অভিনেতা হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫। তার স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩, তিনি পরিচিত ক্ল্যাসিক্যাল পিয়ানো বাদক ছিলেন। অনেক গণমাধ্যমে হ্যাকম্যান, আরাকাওয়ার সঙ্গে তাদের কুকুরের মৃত্যুর খবরও এসেছে।‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ ও ‘আনফরগিভেন’-এর জন্য দুইবার অস্কার পান হ্যাকম্যান।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad