ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

কোহলিকে পাঠানো বার্তা নিয়ে যা বললেন ধোনি

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:৩০:৩১ পিএম

স্পোর্টন ডেস্ক : এমএস ধোনির পর নেতৃত্বে ভারতের হাল ধরেন বিরাট কোহলি। লম্বা সময় ভারতকে নেতৃত্ব দিলেও কোহলির অধীনে কোনো শিরোপা জিততে না পারায় দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মার কাঁধে। তবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সময়টা মোটেও সুখকর ছিল না কোহলির জন্য। সে সময় পাশে পানননি কাউকেই। কেবল কোহলি বার্তা পাঠিয়েছেন ধোনি। সেই বার্তা প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ধোনি।

২০২২ দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়ক থেকে সরে যেতে হয় কোহলিকে। যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন কোহলি। যেখানে তিনি খারাপ সময়ে ধোনির কাছ থেকে বার্তা পেয়েছিলেন বলে জানান। কোহলি বলেন, ‘যখন আমি টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলাম, তখন আমি একজনের কাছ থেকে একটি বার্তা পেয়েছি, যার সাথে আমি আগে খেলেছি; তিনি হলেন এমএস ধোনি। অনেকের কাছে আমার নম্বর আছে। টিভিতে, লোকেরা অনেক পরামর্শ দেয়; লোকেদের অনেক কিছু বলার আছে। কিন্তু যাদের কাছে আমার নম্বর ছিল তাদের কেউই আমাকে মেসেজ পাঠাননি।’

কোহলির সেই বার্তা নিয়েই এবার কথা বলেছেন ধোনি। তার কাছে কোহলির সেই বার্তা নিয়ে জিজ্ঞেস করা হলে সাবেক এই কিংবদন্তি বলেন, ‘এটি দেজা ভ্যু। সম্প্রতি আমাকে একই রকম প্রশ্ন করা হয়েছিল; যা আপনি আইপিএল চলাকালীন উত্তরটি দেখতে পাবেন। মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমি দুর্দান্ত নই তবে হ্যাঁ, নির্দিষ্ট সময়ে যখন কাউকে আপনার প্রয়োজন হয়, আপনি কেবল একটি বার্তা পাঠান।’কদিন আগেও বিরাট কোহলি বাজে সময় পার করছিলেন। ব্যাট হাতে রান পাচ্ছিলেন না বলে তাকে অবসর নিতে বলা হচ্ছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি জানান দিয়েছেন। এখনও তিনি লড়তে জানেন। এমন লড়াকু কোহলির দিকে তাই তাকিয়ে এখন পুরো ভারত।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad