
স্পোর্টন ডেস্ক : এমএস ধোনির পর নেতৃত্বে ভারতের হাল ধরেন বিরাট কোহলি। লম্বা সময় ভারতকে নেতৃত্ব দিলেও কোহলির অধীনে কোনো শিরোপা জিততে না পারায় দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মার কাঁধে। তবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সময়টা মোটেও সুখকর ছিল না কোহলির জন্য। সে সময় পাশে পানননি কাউকেই। কেবল কোহলি বার্তা পাঠিয়েছেন ধোনি। সেই বার্তা প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ধোনি।
কোহলির সেই বার্তা নিয়েই এবার কথা বলেছেন ধোনি। তার কাছে কোহলির সেই বার্তা নিয়ে জিজ্ঞেস করা হলে সাবেক এই কিংবদন্তি বলেন, ‘এটি দেজা ভ্যু। সম্প্রতি আমাকে একই রকম প্রশ্ন করা হয়েছিল; যা আপনি আইপিএল চলাকালীন উত্তরটি দেখতে পাবেন। মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমি দুর্দান্ত নই তবে হ্যাঁ, নির্দিষ্ট সময়ে যখন কাউকে আপনার প্রয়োজন হয়, আপনি কেবল একটি বার্তা পাঠান।’কদিন আগেও বিরাট কোহলি বাজে সময় পার করছিলেন। ব্যাট হাতে রান পাচ্ছিলেন না বলে তাকে অবসর নিতে বলা হচ্ছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি জানান দিয়েছেন। এখনও তিনি লড়তে জানেন। এমন লড়াকু কোহলির দিকে তাই তাকিয়ে এখন পুরো ভারত।
কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫