চাঞ্চল্যকর ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেফতার ৩

Ayesha Siddika | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:২৮:১০ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রু তার জেরে প্রতিপক্ষের হাতে খুন হওয়া চাঞ্চল্যকর ইউপি সদস্য বাবুল হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. অনিক রহমান (২২), মোহাম্মদ শয়ন ইসলাম (২৩) ও মো. আয়নাল হোসেন (৪০)। রোববার (২৩ ফেব্রুয়ারি) আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ৭  দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা একেএম ফজলুল হক। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ও রোববার ভোরে তিনজনকে গ্রেফতার করা হয়। নিহত বাবুল সাভারের কুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য।

আসামিদের বরাত তদন্ত কর্মকর্তা জানান, স্থানীয় মো. আরশেদ আলীর সঙ্গে বাবুলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুর ১টার দিকে বাবুল তার স্ত্রী-সন্তান নিয়ে পাকসিরনগর আবাসন প্রকল্পের ভেতর সরিষা মাড়াই করছিলেন। এ সময় আরশেদ, তার ছেলে শরীফ হোসেন ও সৈকত হোসেনের নেতৃত্বে গ্রেফতার তিন আসামিসহ ২০ থেকে ২৫ জন লোক বাবুলকে চারদিক থেকে ঘিরে ফেলে।

পরে স্ত্রীর সন্তানের সামনে বাবুলকে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। এরপর দেশিয় অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় ও দুই চোখ উপড়ে তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় বাবুলের স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে খুনিরা পালিয়ে যায়। পরে বাবুলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনায় গ্রেফতার তিন আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতার ৩ জনসহ ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad