তরুণরাই দেশের প্রাণ শক্তি: মাউশি মহাপরিচালক

Ayesha Siddika | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৫ - ০৮:৪২:৫০ পিএম

ডেস্ক নিউজ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. একিউএম শফিউল আলম বলেছেন, বাংলাদেশের সমস্ত স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণ সমাজ ৷ তরুণরাই এদেশের প্রাণ শক্তি ৷ 

শফিউল আলম বলেন, জুলাই-আগস্ট  আন্দোলনের  মাধ্যমে এদেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে ২০২৪ এর যোদ্ধারা। প্রায় নয়’শ শহীদ এবং প্রায় বার হাজারের বেশি তরুণের পঙ্গুত্বের বিনিময়ে আমরা পেয়েছি বীরগাথা ইতিহাস।

তারুণ্যের উৎসব অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, তারুণ্যের উৎসবের উদ্দেশ্য হলো তরুণদের উদ্যোক্তা হতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসা. নাজনীন সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে মাউশির এসইডিপির পরিচালক অধ্যাপক মাহফুজ আলী, ঢাবির ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন, তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad