কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন

Anima Rakhi | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৫ - ১০:৫২:৫৭ এএম

ডেস্ক নিউজ : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৪টা ৪০ মিনিট থেকে এই ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ের স্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বুধবার ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই।

তিনি আরও জানান, আজ ভোর থেকে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনারবাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ নিয়ে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

কিউটিভি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫২

▎সর্বশেষ

ad