বাংলাদেশি স্টল ছাড়াই কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু

Anima Rakhi | আপডেট: ২৮ জানুয়ারী ২০২৫ - ০৭:৪৩:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় ৪৮তম আন্তর্জাতিক বইমেলার পর্দা উন্মোচন হয়েছে। এবারের বইমেলার থিম জার্মানি। তবে এই প্রথম কলকাতা বইমেলায় অনুপস্থিত থাকছে বাংলাদেশি প্যাভিলিয়ন।

আজ মঙ্গলবার বিকেলে কলকাতার সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এসময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. ফিলিপ আকারমান, গ্যোটে ইন্সটিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ড. মার্লা স্টুকেনবার্গ, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, বইমেলার আয়োজক কমিটি বুক সেলার অ্যান্ড গিল্ড এর সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, শুভা প্রসন্ন প্রমুখ।

এবারের বইমেলায় ফোকাল থিম কান্ট্রি জার্মানি। সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণের একদম কেন্দ্রে রয়েছে জার্মানির একটি বিশাল প্যাভেলিয়ান। জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালাসহ অন্যান্য লাতিন আমেরিকার একাধিক দেশের প্যাভিলিয়ন। থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা।

প্রতিবার বাংলাদেশের প্যাভিলিয়ন দেখা গেলেও এবার সেই অভাবটা থাকছে। এতো বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো স্টল থাকছে না ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। এই খবরে হতাশ বই প্রেমীরা।

আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলার প্রবেশদ্বার খোলা থাকবে। এবারের বইমেলায় প্রকাশক ও লিটল ম্যাগাজিন মিলিয়ে সর্বাধিক প্রায় ১০০০ প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে।

কিউটিভি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad