চৌগাছায় মিন্টু মিয়া অপহরণ ঘটনায় থানায় মামলা আটক-১

Ayesha Siddika | আপডেট: ২৮ জানুয়ারী ২০২৫ - ০৭:১১:৫৮ পিএম

এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মিন্টু মিয়া অপহরণ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) মিন্টু মিয়া বাদী হয়ে আসামীদের নামে ২ দুই জনকে আসামী করে চৌগাছা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ মামলায় চৌগাছা থানা পুলিশ চৌগাছা উপজেলার ৫ নং ওয়ার্ডের (বিশ্বাসপাড়ার) শফিয়ারের ছেলে হিরা (২৭) , ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল কাদের (৩০) এই দুজনের মধ্যে আব্দুল কাদের কে আটক করলেও শফিয়ারের ছেলে হিরা পালিয়ে যায় আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এ দিকে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যহত রেখেছেন।

জানা যায়, ২/১ দিন আগে মিন্টুমিয়া নিয়ামতপুর থেকে চৌগাছায় আসার পথে সন্ধ্যায় চৌগাছা কোটচাদপুর সড়ক থেকে অপহরণ হন নিয়ামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিন্টু মিয়া । এই খবর জানা মাত্রই মিন্টুর গার্ডিয়ানরা চৌগাছা থানায় একটি জিডি করেন, মিন্টু বিশ্বাস পাড়ায় আছেন খবর পেয়ে মঙ্গলবার চৌগাছা থানা পুলিশের একটি দল অভিযান শুরু করেন।

বিশ্বাসপাড়ায় ঘটনা স্থলে যেয়ে আসামীদের বাড়ীতে ভিকটিমকে উদ্ধার করতে গেলে আসামীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে ভিকটিমকে উদ্ধার করা হয় ও দুই জন আমীর মধ্যে হিরা নামক আসামী পালিয়ে যায়। অপহরণের অতি অল্প সময়ের ব্যবধানে অপহৃত মিন্টু মিয়াকে কে উদ্ধার করা হয়। মামলার বাদী মিন্টু মিয়া বলেন, মঙ্গলবার সকালে তাকে বিশ্বাসপাড়া থেকে উদ্ধার করার পরে এ ঘটনায় মঙ্গলবার বাদী হয়ে চৌগাছা থানায়২ দুই জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেছি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে উদ্ধার ও আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটকে অভিযান অব্যহত রয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ে হিরা নামক আসামীকে আটক করতে পারবো।

 

 

কিউটিভি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad