ইমরান-বুশরা বিবির দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল

Anima Rakhi | আপডেট: ২৭ জানুয়ারী ২০২৫ - ০৯:২৩:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি মামলায় নিজেদের দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। 

সোমবার এ কথা জানিয়েছেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।

খালিদ ইউসুফ চৌধুরী জানিয়েছেন, ‘আজ আমরা আপিল দাখিল করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, এরপর শুনানির তারিখ নির্ধারণ করা হবে।’

এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আলি মোহাম্মদ খান জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার রায়ের বিরুদ্ধে আপিলের জন্য প্রস্তুত। গত ১৭ জানুয়ারি এই মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদণ্ড দেন আদালত।

কিউটিভি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৩

 

▎সর্বশেষ

ad