ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘ফ্যাসিবাদের দোসরদের সঠিক বিচার দাবি’

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৪:৪০:১২ পিএম

ডেস্ক নিউজ : অপরাজনীতি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের দোসরদের উপযুক্ত বিচার করার দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সড়ক পরিবহণ সেক্টরের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের প্রস্তাব রাখা হয়। এতে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের দাবির প্রতি সমর্থন জানানো হয়। 

আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ সভা চলে। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

নিবন্ধিত ও অনিবন্ধিত শ্রমিকসহ সড়ক পরিবহণ সেক্টর, চট্টগ্রাম বন্দর, নির্মাণ সেক্টর ও শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে শিল্প উৎপাদন অব্যাহত রাখার জন্য সভা থেকে দিকনির্দেশনা দেওয়া হয়।সারাদেশ থেকে ২৬৫ বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের নির্বাচিত সড়ক পরিবহণ নেতারা উপস্থিত হন।

সভায় বক্তব্য রাখেন হুমায়ন কবির খান, সজিব আলী, অলি আহমেদ, রবিউল ইসলাম রবি, আব্দুল হামিদ মিঠুল, জুবায়ের জাকির, মোহাম্মদ মুসা, আবুল বাহার, জেনারেল ইসলাম, সুলতান আহমেদ, মোমিনুল হক লাভলু, মোহাম্মদ বালা মিয়া, রফিকুল ইসলাম পাখি, মইনুল ইসলাম, সুলতান আহম্মেদ সরকার, টিপু সুলতান, আজম চৌধুরী প্রমুখ নেতারা।

সভায় উপস্থিত বেশিরভাগ নেতারা পরিবহণের দাবি সহ উপস্হাপিত প্রস্তাবের প্রতি সংহতি জ্ঞাপন করেন। এতে সারাদেশ থেকে আগত পরিবহণ শ্রমিক নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে জোড়ালো বক্তব্য রাখেন।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad