
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করায় আশুলিয়ায় শুভেচ্ছা মিছিল ও র্যালী করেছেন থানা ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই মিছিল ও র্যালী করেন তারা।

ছাত্রদল নেতা ইসমাইল হাবিব নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘নবগঠিত এই কমিটি ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আমরা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবো। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়া থানা ছাত্রদলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং সেই সাথে নতুন এই কমিটির মাধ্যমে ঢাকা জেলা উত্তরের ছাত্র রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলেও এই ছাত্রদল নেতা আশাবাদ করেন।
কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৫