ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সিংহে ভরা জঙ্গল থেকে ৫ দিন পর ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার!

Anima Rakhi | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৫ - ০৬:৫৬:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি জিম্বাবুয়ের। দেশটির মাতুসাডোনা গেম পার্ক নামে একটি জঙ্গলে হারিয়ে যায় আট বছরের এক শিশু। ওই জঙ্গল সিংহ এবং হাতি দিয়ে ভরা। সেখান থেকে পাঁচ দিন পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ম্যাশোনাল্যান্ড পশ্চিমের এমপি মুতসা মুরোম্বেজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, টিনোতেন্ডা পুডু নামের ওই শিশু বাড়ি থেকে ২৩ কিলোমিটার দূরে ‘বিপজ্জনক’ মাতুসাডোনা গেম পার্কে হারিয়ে যায়। স্থানীয় নায়ামিনিয়ামি সম্প্রদায়ের সদস্যরা অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান দল টিনোতেন্ডার দৃষ্টি আকর্ষণের জন্য পার্কের বাইরে প্রতিদিন ড্রাম বাজাতো।

মাটুসাডোনা গেম পার্কে প্রায় ৪০টি সিংহ রয়েছে। আফ্রিকান পার্কস অনুসারে, এক সময়ে সেখানে আফ্রিকার সর্বাধিক সিংহ ছিল।

পঞ্চম দিনে টিনোতেন্ডা পার্কের ভেতরে রেঞ্জারদের গাড়ির শব্দ শুনতে পেয়ে সেদিকে দৌঁড়ে যায়। তবে অল্পের জন্য সে গাড়িটিকে হারিয়ে ফেলে। সৌভাগ্যবশত, রেঞ্জাররা ফিরে আসেন এবং তারা মাটিতে শিশুর তাজা পায়ের ছাপ দেখতে পান। দলটি এবার নতুন উদ্যমে টিনোতেন্ডাকে খুঁজতে শুরু করে। খুঁজে না পাওয়া পর্যন্ত এলাকাটি অনুসন্ধান করেন।

মুতসা মুরোম্বেজি জানান, ছেলেটি তার বন্য জ্ঞান এবং বেঁচে থাকার দক্ষতা ব্যবহার করে পাঁচ দিন টিকেছিল। এই কয়দিন সে বন্যফল খেয়েছিল এবং পানির জন্য একটি লাঠি দিয়ে শুকনো নদীর তলদেশে ছোট কূপ খনন করেছিল। রাতে সে পার্কে থাকা উঁচু পাথরের খাঁজে ঘুমিয়ে থাকতো। সূত্র: দ্য মিরর, বিবিসি

কিউটিভি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৬

▎সর্বশেষ

ad