
ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নীতিমালার চুড়ান্ত খসড়া বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। অনুমোদিত নীতিমালা মন্ত্রণালয় ও রাষ্ট্রপ্রতির আদেশ পাওয়া মাত্রই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সভাপতি বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, আমরা আশা করি খুব শিগগিরই রাষ্ট্রপতি থেকে জকসু নীতিমালাটি অধ্যাদেশ আকারে পাশ হয়ে আসবে। এটা আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। উপাচার্য বলেন, আজকে সিন্ডিকেট শুরুর পূর্বে আমরা আমাদের শিক্ষার্থী শহিদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেছি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সকল শহিদদের জন্য মাগফিরাত ও আহতদের জন্য সুস্থ্যতা কামনা করেই সিন্ডিকেট সভা শুরু করা হয়।
কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫০