যুক্তরাষ্ট্রে হামলার নিন্দা জানাল সৌদি আরব

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৫ - ০৮:১৯:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে নতুন বছর উদযাপনের সময় ট্রাক চাপায় ১৫ জন নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব।  

এ ঘটনা সম্ভাব্য সন্ত্রাসবাদের কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে এফবিআই। এফবিআই আরও বলেছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।  ট্রাক এবং ফ্রেঞ্চ কোয়ার্টারের আশপাশে সম্ভাব্য ঘরোয়া বোমা পাওয়া গেছে। সংস্থাটি যোগ করেছে, গাড়িতে একটি দায়েশ পতাকাও ছিল।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব সব ধরনের সহিংসতার সম্পূর্ণ প্রত্যাখ্যান ও নিন্দা জানায়। এছাড়া নিহতদের পরিবার, আমেরিকান জনগণ এবং মার্কিন সরকারের প্রতি সৌদি আরবের সংহতি ও আন্তরিক সমবেদনাও প্রকাশ করেছে।  এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad