ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

চৌগাছায় ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-৩

Ayesha Siddika | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ - ০৪:১৯:১৭ পিএম

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চারটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। চৌগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যে চারটি মোটর সাইকেল উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা পৌর শহরের মাঠপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মুন্না মন্ডল ওরফে মুন্না (১৯), স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহিনুর রহমান শাহিন (২৬) ও একই ইউনিয়নের মাশিলা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে পারভেজ আহমেদ ওরফে সোহাগ (২৩)।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে প্রথমে মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। এরপর মুন্নার দেওয়া তথ্য মতে, এই চোরাই চক্রের আর এক সদস্য পারভেজের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পারভেজকে আটক করেন। এ সময় পারভেজের বাড়ি থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। মুন্নার বাড়ি থেকে আর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পরে টেঙ্গুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহিনুর রহমান শাহিনকে গ্রেপ্তার করে তার বাড়ী থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে ১টি আরটিএ, ২টি পালসার এবং একটি সিটি-১০০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের তিন সদস্য জানিয়েছে, তাদের কাছে একটি মাষ্টার কি আছে যেটা দিয়ে মোটর সাইকেলের তালা খোলা হয়।

মাষ্টার কি দিয়ে কাজ না হলে এসিড ব্যবহার করতো বলে তারা জানিয়েছে। তারা আরও জানায়, তাদের সদস্যরা মিলে আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে এনে নিজেদের বাড়িতে রেখে রং পরিবর্তন করতো। সে গুলো দেশের বিভিন্ন জেলায় নিয়ে সেগুলো বিক্রি করা হতো। চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, সোমবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান চলোমান থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad